
নিজস্ব প্রতিনিধি :
যে কোন জিনিস বা বিষয় অন্যের সঙ্গে ভাগাভাগি করার অভ্যাস শেখানো হয় আমাদের অনেক আগে থেকেই। এতে করে হৃদ্যতা বাড়ে, সম্পর্ক সুন্দর থাকে বিষয়টি সকলেরই জানা।
কোনো কোনো পরিবারের সদস্যরা একই মাস্ক ঘুরিয়ে ফিরিয়ে সবার সাথে শেয়ার করে ব্যবহার করেন। তারা মনে করেন যে ‘আমরা একই পরিবারের সদস্য একই সঙ্গে থাকি এতে কোন সমস্যা হবে না। তাহলে একই মাস্ক ঘুরিয়ে ফিরিয়ে সমস্যা কোথায়?’ কিন্তু এটা সবচেয়ে বড় সমস্যা। মানুষটি যতই কাছের হোক না কেন, কখনো অন্যের সঙ্গে নিজের মাস্ক শেয়ার করা যাবে না। তেমনই আপনার ব্যবহৃত মাস্কও অন্য কাউকে পারতে দিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে।