
মোঃ আল ফয়সাল অনিক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
রুহিয়া থানাধীন ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন জামাদার পাড়া গ্রামের মৃত: আব্দুল করিমের পুত্র ও আটোয়ারী নেছারিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র মৌলভী শিক্ষক আব্দুল কুদ্দুস (৫৫) ১ নভেম্বর রোববার সকাল ৯ টায় মাদ্রাসায় অনলাইন ক্লাস নেওয়ার জন্য যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ফলে রুটিন মোতাবেক ক্লাস নেওয়া হলো না ঐ মাদ্রাসা শিক্ষকের। প্রত্যক্ষ দর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে শিক্ষক আব্দুল কুদ্দুস বাড়ি থেকে বের হয়ে বাইসাইকেল যোগে মাদ্রাসায় যাওয়ার প্রাক্কালে বাদিয়া মার্কেটের পশ্চিম পার্শে¦ বিপরিত দিক থেকে আসা পাওয়ার ট্রলির ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজে নেওয়ার পথে বীরগঞ্জ নামক এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।