
নিজস্ব প্রতিবেদক :
দেশের চট্টগ্রাম আনোয়ারা নামক উপজেলাতে অগ্নিকাণ্ডের প্রবলে পড়ে ৬ টি দোকান পুড়ে ছাই । এই আগুনের সূএপাতটি ঘটে বৈদ্যুতিক গোলযোগ থেকে । গতকাল ৫ ফেব্রুয়ারি রাত গভীর রাতের সময় আনুমানিক ৪ টার আগেই উপজেলার জয়কালী নামক বাজারটিতে উক্ত দুর্ঘটনাটি বলে জানা যায় । এ সময় চট্টগ্রাম ফায়ার সার্ভিস এর সহকারী পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান পীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে বিষয়টির সম্পর্কে নিশ্চিত করলেন ।
এ সময় সেই ভয়াবহ অগ্নীকান্ডে ভস্মীভূত হয় সেলুন, প্রসাধনী দোকান, মুরগির দোকান এমনকি কাঁচা তরকারির দোকানটিও। উক্ত ঘটনায় ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান জানালেন, সেখানকার বৈদ্যুতিক সমস্যার কারনে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের খবর পেয়ে আনুমানিক ২ঘণ্টা চেষ্টার ফলে আনোয়ারা ফায়ার সার্ভিস এর কর্মীরা ভোর ৫;১৫ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।
এতে করে আনুমানিক ২ লক্ষ্য ৫০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়।
এমনকি ফায়ার সার্ভিস কর্মীরা আনুমানিক ১০ লাখ টাকার মালামাল উদ্ধারকরতে সক্ষম হয়েছে ।