Subscribe our Channel

‘হকির ম্যারাডোনা’ শাহবাজের সম্মানে অনুষ্ঠিত প্রীতি ম্যাচ ড্র

খেলাধুলা প্রতিবেদক : হকির ম্যারাডোনা খ্যাত পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক কিংবদন্তি শাহবাজ আহমেদের সম্মানে বাংলাদেশ হকি ফেডারেশন আয়োজিত প্রীতি ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে।শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে মওলানা ভাসানী স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের নিয়ে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। লাল ও সবুজ দলে ভাগ হয়ে এতে অংশ নিয়েছেন বিভিন্ন সময়ে জাতীয় দলের প্রতিনিধিত্ব করা খেলোয়াড়রা।লাল দলের জার্সিতে জোড়া গোল করেছেন মওদুদুর রহমান শুভ।

একটি গোল করেছেন জামিল পারভেজ লুলু। অন্যদিকে, সবুজ দলের গোল করেছেন মাহবুব এহসান রানা, বায়োজিদ, জাহিদ হোসেন রাজু।শাহবাজ আহমেদ এখন ঢাকায়। তিনি এসেছেন হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেটার সাকিব আল হাসানের দল মোনার্ক পদ্মার পরামর্শক হিসেবে।বিশ্বের অন্যতম সেরা হকি খেলোয়াড় শাহবাজ আহমেদ বাংলাদেশে অত্যন্ত পরিচিত মুখ ও জনপ্রিয়। নব্বইয়ের দশকে তিনি মোহামেডানের জার্সিতে ঢাকার হকি মাঠ মাতিয়ে গেছেন। তারপর কয়েকবার তিনি ঢাকায় এসেছেন। এবার এসেছেন হকি চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *