
নোয়াখালি প্রতিনিধি: ‘ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের সবচেয়ে আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে । ১৬ জানুয়ারি রোজ শনিবার সকাল ৮ ঘটিকায় উদয়ন প্রিক্যাডেট একাডেমী ভোটকেন্দ্রে ইভিএম মেশিনে ১নং ওয়ার্ডের ভোট প্রদান করেন নৌকা প্রতীকের প্রার্থী আবদুল কাদের মির্জা। ভোট প্রদান শেষে তিনি ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট দেয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় কাদের মির্জা বলেন, নৌকা প্রতীকের প্রার্থী আবদুল কাদের মির্জা নিজেও চেয়েছেন যে ভোটাররা যেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সুন্দর পরিবেশে ।