
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারি আ ফ ম বাহাউদ্দিন নাছিম ব্যক্ত করেছেন, ‘ কারা ইসলামকে ব্যবহার করে আর কারা ইসলামের জন্য কাজ করে তা এদেশের মানুষের ভালো করে জেনে গেছে। ইসলামকে ব্যবহার করে যারা প্রকৃত অর্থে মানুষের বিপরীতে দাঁড়ায়, আমাদের সবাইকে একত্রিত হয়েই তাদের কঠোরভাবে দমন করতে হবে।’
রোববার ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী, জাতির পিতার অবমাননাকারী, ব্যভিচারী, ধ্বংসাত্মক ইসলামের চেতনাবিরোধী ও লেবাসধারী, ভণ্ড, কর্মকাণ্ডে জড়িত মামুনুল হক এর অনুসারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি’ চেয়ে শীর্ষক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।