
নিজস্ব প্রতিবেদক চট্রগ্রাম :
গত এক দিনে চগ্রামে মহাহামারি করোনাভাইরাসে এই এলাকাতে কেউ মৃত্যুবরন করেনি । এ সময়ে সেখানে আরো নতুন ভাবে রোগী শনাক্ত হয়েছেন ৭৮ জন। এই এলাকাতে মোট আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৪৬৬ জন। চট্টগ্রামে এ সময় ৬টি ল্যাবে এসকল নমুনা পরীক্ষা হচ্ছে ।
আজ ২২ ফেব্রুয়ারি সকালের দিকে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করা হয় ।
এ সময় চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি পীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে জানালেন, গত এক দিনে চগ্রামে মহাহামারি করোনাভাইরাসে এই এলাকাতে বেশ কয়েকটি ল্যাবে ১ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষায় ৭৮ জনের নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে।
এদের মধ্যে নগরে ৬২ জন এবং উপজেলায় ১৬ জন।