
সম্পাদকীয় : আজ বিশ্বে করোনা ক্লানে কেন যেন নিজেকে খুব অসহায় মনে হচ্ছে । কেনইবা হবে না ! আজ এই সময়ে বিশের ভয়াবহ অবস্থাতে আমাদের যে মায়েরা জন্ম দিয়েছে তারাও রেহাই পেলনা নরপাশুন্ডদের কবল থেকে ।বাঘের থাবার মতো ছিরে খেল সেই ভারতের এম্বুলেন্স চালকটি । অবশ্যই গত কয়েকদি আগে আপনারা সোস্যাল মিডিয়াগুলোতে দেখেছেন কিভাবে এক তরুনীকে করোনা অবস্থাতে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ফাঁকা মাঠে নামিয়ে তাকে ধর্ষণ করেছে । আজ বিশ্বের বুকে রেকর্ড হয়ে থাকলো । এই জালিমরা কি এখনও আল্লাহর পথ কে বিশ্বাস করছে না । আস্তা রাখতে পারছি, আমি কি ভাবে এই মায়ের জাতিকে সম্মানের স্থানে রাখবো । চরিএহীনরা আর কবে তাদের চরিএ সম্পর্কে বুঝতে পারবে । হে আমার সৃষ্ট্রি কর্তা তুমি আমাদের মায়ের জাতিকে হেফাজত করো । এবং সকল মাখলুকাত কে তুমি হেদায়েত করো । আমিন ।