
খেলাধুলা প্রতিবেদক :
দেশে এবার প্রিমিয়া এর হকি লিগ কবে শুরু করবে , কবেইবা এই দলবদল হবে? এই প্রশ্নের সম্মূক্ষীন নিয়ে শনিবার সন্ধ্যায় ভার্চুয়াল সভা করেছে বাংলাদেশ হকি ফেডারেশনের লিগ কমিটি।
কোনো সিদ্ধান্ত ছাড়াই বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের নিয়ে গঠিত উক্ত কমিটির বহুল প্রতীক্ষিত সভাটি শেষ হয়েছে ।
এসময় ভার্চুয়াল সভা শেষে বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, বাইলজসহ বিভিন্ন বিষয় নিয়ে লিগ কমিটিতে আলোচনা হয়েছে।
তবে কোনো বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানা যায় ।
পরবর্তীতে পরিস্থিতি বুঝে আরেকটি সভার আয়োজন করা হবে ।
ওই সভায় দলবদল ও লিগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানালেন তিনি ।