
নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিনব্যাপী পৃথক ভাবে আ’লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পদ বঞ্চিত নেতা কর্মীরা।
২৩ জুন (বুধবার) উপজেলা আ’লীগ কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সকাল সাড়ে ৭টায় দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করেন পদবঞ্চিত আ’লীগ নেতাকর্মীরা। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতাকর্মীরা পুষ্পঅর্পণ করেন ।
পড়ে সেখানেই মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন পদবঞ্চিত আ’লীগের সাবেক যুগ্ন সম্পাদক আনিসুর রহমান বাকী, যুবলীগের সাবেক সম্পাদক বাবর আলী, যুবলীগের সাবেক সভাপতি আইয়ুব আলী, পৌর আ’লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক রফিউল ইসলাম ভিপি, সাধন কুমার বসাক,যুবলীগ সদস্য শাহানেওয়াজ শানু,সাবেক ভিপি কামাল প্রমূখ।