
বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ১ নং নাফানগর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের কংশরা মৌজা/গ্রামে (সিএমবি) রাস্তার পাশের প্রাকৃতিক ভাবে বেড়ে উঠা বরই গাছ নিধনের অভিযোগ উঠেছে। এলাকার নেতা আব্দুস ছাত্তার (বিশিষ্ট ব্যবসায়ী) এ গাছ নিধনের কর্মকান্ডের সাথে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ। সরে জমিনে রিপোর্টার গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান শাহান পারভেজ বলেন, আমি অভিযোগ পেয়েছি, গ্রাম পুলিশ গেছিল। গাছের ডাল কাটা হয়েছে। তবে রাস্তার ফলজ গাছ কেটে এলাকার ক্ষতি হলে ইউএনও বা এসিল্যান্ড বরাবর লিখিত অভিযোগ দিবে। এতে আমার কিছু করার নাই। ওয়ার্ড মেম্বার নবাব আলী বলেন, চেয়ারম্যান যে সিদ্ধান্ত দিবে সেটাই হবে। আমার কিছু করার নাই, এলাকাবাসী তো অভিযোগ দিয়েছে। তা শুনেছি। এলাকাবাসীর পক্ষে আশরাফুল বলেন, এটা পরিবেশ বিরোধী কর্মকান্ড! গ্রামের সকলের ছেলে-মেয়ে এ গাছের বড়ই মন ভরে খেত। জমিতে ফসল নাই গাছ কাটার কোন প্রশ্নই উঠে না। ক্ষমতার জোরে উনি এ কাজ করেছে। আমরা ১৭ই ফেব্রুয়ারি বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর অভিযোগ দেওয়া হয়েছে । জানিনা এ অভিযোগের যথাযথ ফল পাবো কিনা???