
নিজেস্ব প্রতিবেদক:
আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানুষের বিস্তার বেড়েছে অনেক। নিজেদের মধ্যে যোগাযোগ, সময় কাটানোর পাশাপাশি ব্যবসার একটি বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ফেসবুক। এ কারণে ফেসবুকে ছবি ছাড়াও বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য থাকে। তাই ফেসবুক প্রোফাইল সুরক্ষিত রাখা সবার কাছেই অনেক জরুরি। বর্তমান সময় অনেকেই ফেসবুকে প্রতারিত হচ্ছেন প্রতিনিয়তই। আবার হ্যাকিংয়ের ঘটনাও ঘটেই চলেছে ।
ম্যাগাজিনগুলো জানিয়েছে, কয়েকটি উপায় অবলম্বন করলেই সুরক্ষিত রাখা যায় নিজের ফেসবুক প্রোফাইল। ফেসবুক প্রোফাইল সুরক্ষিত রাখার জন্য ব্যবহারকারীদের প্রোফাইলে ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ করে রাখা দরকার। এর ফলে অচেনা কেউ কারো প্রোফাইলে ঢুকতে পারবে না। এছাড়াও প্রোফাইল লক করে রাখলেও এ জাতীয় সমস্যা থেকে অনেকটাই সুরক্ষিত থাকা যায় । এই ফিচারের ফলে অচেনা ব্যক্তিরা প্রোফাইল দেখতে পারবে না। যাতে করে আপনার প্রোফাইল অনেকটাই সুরক্ষিত থাকবে বলে আশা করা যায়।