মোঃ তোতা মিয়া পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়:
পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।
বুধবার সকাল ১০ টার সময় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির টহল দল ভুটিয়াপাড়া স্থানে অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা যথাক্রমে নীলফামারী ও পঞ্চগড় জেলার ১৪৭.৯১৮ কিঃ মিঃ অংশে অনাকাঙ্খিত দুর্ঘটনা রোধের পাশাপাশি অবৈধ মাদক পাচার/গরু চোরাচালানী প্রতিরোধকল্পে অত্যন্ত সতর্ক প্রহরা অব্যাহত রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ ঘাগড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ৭৫৪/২-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভুটিয়াপাড়া নামক স্থানে অভিযান চালায়। এসময় চোরাকারবারীরা ধানের বস্তার ভিতরে অভিনব পদ্ধতিতে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল পাচারকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক মামুনুল হক জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪০ হাজার
এদিকে ওই এলাকার স্থানীয়রা ভিডিও বক্তব্যে বলেন আরেক কথা তারা বলেন এরকম অবাস্তব ঘটনা আগে কখনো দেখি নাই। সীমান্তবর্তীর মমিন পাড়া এলাকা থেকে একটি ভ্যানেকরে ৬ বস্তা ধানসহ ভ্যানটি ঘাগড়া ক্যাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যদের সন্দেহ হলে ভ্যানটিতে তল্লাশি চালাবার পর ধানের বস্তার ভেতর থেকে ১০০ পিস ফেন্সিডেল বের হয়। পরে ভ্যানচালক এবং একজন ভ্যানের সাথে থাকা ব্যক্তি দু’জনকেই ছেড়ে দিয়ে শুধুমাত্র ফেন্সিডেল ১০০ পিস রেখে ওই ব্যক্তি দুজনকে ছেড়ে দেন। এ নিয়ে ওই এলাকার মানুষের মনে নানা প্রশ্ন।
এবিসয়ে হাড়িভাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরে আলম এর সাথে কথা বললে তিনি জানান সীমান্ত দিয়ে তো ফেন্সিডেল আসে, তানাহলে এত মাদকদ্রব্য এলাকায় কিভাবে পাওয়া যায়। এলাকায় কি কারখানা আছে।আপনারা গণমাধ্যমকর্মী সঠিক তদন্ত করে নিউজ করেন আমিও চাই মাদকমুক্ত সমাজ গড়তে।