
মোঃ তোতা মিয়া জেলা প্রতিনিধি পঞ্চগড় :
পঞ্চগড়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর দুই প্যাকেট জাত কোম্পানি কে ভোক্তা অধিদপ্তরের জরিমানা । জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব পরেশ চন্দ্র বর্মন সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন ব্যবসা করার জন্য স্পেশাল ব্ল্যাক টি ও জারা টি সহ মোট ২টি প্রতিষ্ঠানকে ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অনুসারে জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে সহায়তা করেন পঞ্চগড় চা বোর্ড এর উপপরিচালক, নিরাপদ খাদ্য ও সদর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেন বক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।