Subscribe our Channel

তারাগঞ্জে বিএনপির কর্মী সমাবেশ

জুয়েল ইসলাম তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃসংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ জাতীয়াবাদী দলের ( বিএনপি) তারাগঞ্জ শাখার আয়োজনে কর্মী সমাবেশের উদ্ভোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান। স্থানীয় সরকার নির্বাচন হোক অথবা জাতীয় নির্বাচন হোক বর্তমান এই সরকারের অধীনে কোন নির্বাচন হবে না , বিএনপি কোন নির্বাচনে অংশ নিবে না।

এই সরকার পুরোপুরি সামরিক বেসামরিক ও আমলা তন্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। আওয়ামীলীগ যখন গণতন্ত্রের কথা বলে ,তখন জনগণের কাছে হাস্যকর মনে হয়। আজ শনিবার (১৪ জুন) তারাগঞ্জ উপজেলা বিএনপি র কর্মী সমাবেশে এসব কথা বলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নুর কমিউনিটি সেন্টারের ওই কর্মী সভায় তিনি নেতাকর্মীদের উদ্দ্যেশে আরও বলেন , আপনারা দলকে সুসংগঠিত করবেন , দলের জন্য কাজ করবেন , নিজেদের মধ্যে দ্বিধা দণ্ড ক্রন্দল না করে আগামী দিনগুলোতে ফ্যাসিবাদী সরকারের সঙ্গে লড়াই করতে হবে , তখন যেন শক্তিশালী সংগঠন নিয়ে লড়াই করতে পারেন সেই লক্ষ্যে কাজ করবেন ।

তারাগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি আব্দুর রশিদ পাটোয়ারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান , প্রধান বক্তা রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি যুগ্ন আহবায়ক আফসার আলী, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু , সাবেক সাংসদ ও বিএনপি রংপুর জেলার সদস্য মোহাম্মদ আলী সরকার , পরিতোষ চক্রবর্তী।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি তারাগঞ্জ উপজেলা কমিটির সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক সিরাজুল ইসলাম, মেহেদী হাসান শিপু যুব বিষয়ক সম্পাদক কাজী নুর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারাগঞ্জ উপজেলার সম্পাদক ও রংপুর জেলা আহবায়ক কমিটির সদস্য মতিয়ার রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *