Subscribe our Channel

ঠাকুরগাঁওয়ে দারিদ্র বিমোচনে বিনা মূল্যে ছাগল বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দারিদ্র বিমোচনে দরিদ্র অসহায় নারীর মাঝে বিনামূল্যে হালুয়ান ছাগল বিতরণ করা হয়েছে।

রবিবার বিকালে মুন্সিপাড়া ঠাকুরগাঁওয়ে বে-সরকারি উন্নয়ন সংগঠন উপমা পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগের দরিদ্র, অসহায়, বিধবা নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র ইন্সিট্রাক্টর আগা ওয়ালিউল সাজ্জাদ হোসেন, উপমা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফারজানা আক্তার পাখি, জিটিভি ও সারাবাংলার জেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম ভূট্টো প্রমুখ।

নির্বাহী পরিচারক ফারজানা আক্তার পাখি বলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মাধ্যমে প্রথমে ২৯ জন বিধবা, অসহায় দরিদ্র নারীর মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। পরবর্তীতে আরো ৭ জন নারীর মাঝে ছাগল বিতরণ করা হবে।

যুব উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন ছাগল পালনের মধ্য দিয়ে দারিদ্রতা দূর করা সম্ভব। তিনি বলেন ছাগল পালনের মাধ্যমে আজকে অনেকে স্বাভলম্ভী হয়েছে। তাই সকলকে ছাগল পালনের মাধ্যমে নিজেদের স্বাভলম্বী করে গড়ে তোলার আহবান জানান এবং তিনি সকলকে প্রাণীটির প্রতি যত্নশীল হওয়ার কথা জানান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *