লাইফস্টাইল ডেক্স : দিনে যদি পারেন একবার হলেও ভাত রান্নার চাউলে পানি সংগ্রহ করে তা দিয়ে আপনার মুখটি ধুয়ে নিন ।এই পানিটি হতে পারে আপনার রূপচর্চার একটি অংশ । নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল এবং প্রাণবন্ত। সাথে দূর হবে ব্রণের মতো সমস্যাগুলো। আরো জানলে অবাক হবেন ভাত রান্না শেষে যে ফেনটুকু আমরা ফেলে দেই, সেটি অবশ্যই ঠান্ডা করে আপনার রূপচর্চায় ব্যবহার করা যায়।
১টি খালি বাটিতে আধাকাপ চাল নিবেন ও ২ কাপ ছাকা বিশুদ্ধ পানি দিয়ে ভিজিয়ে রাখবেন।বেশ কয়েক ঘণ্টা পর চাউল থেকে অবশ্যই পানি ঝরিয়ে নিয়ে সেই পানি আইস কিউব ট্রেতে রাখবেন ও ফ্রিজে রেখে জমিয়ে নিবেন। তারপর প্রতিদিনই সকাল বেলা এই আইস কিউব বের করে মুখে আলতো করে ম্যাসেজ করবেন অবশ্যই দেখবেন এর ফলাফল কি আসতে পারে ।