
বিজ্ঞান ও প্রযুক্তি : এবার মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল বাজারে নিয়ে আসলো আইফোন ১২ প্রো ম্যাক্স ।তবে এখন বাজারে আসার সময়টি জানা যায় না ।এ সময়ে আইফোনের নতুন মডেল কিছু তথ্যাদি জানিয়ে দিলেন জনপ্রিয় ইউটিউবার ফিলিপ করোই এবং এক্সডিএ ডেভেলপের ম্যাক্স ওয়েনব্যাচ।সুতরাং তারা জানালেন, আইফোন ১২ মডেলটি অন্যান্য ফোনের চাইতে ভিন্ন মডেলের । এটি বাজারে আনার সিদ্ধান্ত নিলেন অ্যাপল। তারা জানালেন, আইফোনটিতে থাকছে ২০২০ ইং সালের সেরা ফিচার।৬.৭ ইঞ্চির আকৃতির আইফোন (১২ প্রো ম্যাক্স) । ডিসপ্লে হবে খুব সুন্দর এমনকি ক্যামেরা হবে আরামদায়ক ।
সূত্র : ফোর্বস ম্যাগাজিন