
তথ্যপ্রযুক্তি ডেক্সঃ
এক তথ্যসূত্রে জানা গেছে, মঙ্গল গ্রহের আকাশে দেখা যাবে ইনজেনুইটি হেলিকপ্টার চলতি এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই । ইদানিং এক বিবৃতিতে জানা গেছে হেলিকপ্টারের উড়ানের এই কথা জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। আগামী কয়েক বছরের মধ্যেই মঙ্গলের আকাশ একের পর এক ড্রোনের দেখা মিলবে, নাসা সূত্রে জানিয়েছে। মঙ্গল গ্রহের এই বিশাল এলাকার নজরদারিতে চালানো যাবে।
আর এরই আগে ১৯৯৭ সালে মঙ্গলের মাটিতে অবতরণ করেছিল নাসা। এ বিষয়ে মহাকাশে এক নতুন স্বপ্নের বাস্তবায়নে ব্যস্ত প্রতিষ্ঠানটি। এই লক্ষ্য মাথায় রেখে এবার প্রথম কোনো হেলিকপ্টার পাঠিয়েছে নাসা। যা উড়ে বেড়াবে মঙ্গল গ্রহের আকাশে। তবে এ বিষয় নিয়ে অনেক দুশ্চিন্তাও রয়েছে। পৃথিবীর আকাশে যেমন করে হেলিকাপ্টার উড়ে তার মতো করে মঙ্গলের উড়ান কিন্তু এতটা সোজা নয় সে বিষয়টিও মাথায় রাখতে হবে।