
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম শহরের মুরাদপুর এলাকাতে রাস্তার সাথে গাড়ি রাখা অবস্থায় গ্যাস চেক করছিলেন অটোরিকশা চালক রুবেল (৪২)। ঐ সময় তিনি দ্রুতবেগে এসে ট্রাকটির সাথে মর্মান্তিক মৃত্যু হয় ।গতকাল (২৩ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে এই দুর্ঘটনাটি হয় ।রুবেল চাঁন্দগাও এলাকায় বসবাস করতেন এবং তিনি আবদুল বারেক এর ছেলে ।কর্তব্যরত পাঁচলাইশ থানার (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানায়, রাতেই মুরাদপুরে সড়কের সাথে অটোরিকশাটি রেখে চালকটি গাড়ির পাশে দাঁড়িয়ে গ্যাস চেক করছিলেন এবং ঐ সময় পণ্য বাহী একটি ট্রাক অটোরিকশার পাশ দিয়ে যাওয়ার সময় চালকটিকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে সাথে সাথেই তার মৃত্যু হয়।