
আব্দুল করিম, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, ইসলামী এজেন্ট ব্যাংকিং এর আটোয়ারী বাজার শাখার এজেন্ট, তাজু স্মৃতি মার্কেটের মালিক পক্ষের তৃতীয় ভাই, সর্বদা হাস্যোজ্জল,সদালাপি, নিরহংকার ব্যক্তি মোঃ তহিদুর রহমান বিপ্লব (৪২) সবাইকে কাঁদিয়ে ইহলোক ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরিবার সুত্রে জানাগেছে, তহিদুর রহমান বিপ্লব দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনী রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর) বেলা ১১-৪৫ মিনিটে ঢাকা ধানমন্ডির কমপোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তহিদুর রহমান বিপ্লব আটোয়ারী ( ফকিরগঞ্জ) বাজারস্থ মরহুম আলহাজ্ব আবুল হোসেনের তৃতীয় পুত্র। তহিদুর রহমান বিপ্লবের মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক বৃন্দ, ইসলামী এজেন্ট ব্যাংকিং এর কর্মকর্তা কর্মচারী, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, তাজু স্মৃতি মার্কেটের ব্যবসায়ীবৃন্দ সহ অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। মরহুম তহিদুর রহমান বিপ্লবের জানাযার নামাজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় তোড়িয়া ইউনিয়নের বোধগাঁও (পাহাড়ভাঙ্গা) মাঠে অনুষ্ঠিত হবে এবং সংলগ্ন গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে।