Saturday, 15 March 2025, 4:31:44 am

Subscribe our Channel

আটোয়ারীতে গ্রামীন সড়ক রক্ষনাবেক্ষন মাস উদ্বোধন

আব্দুল করিম
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : ‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ স্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষন মাস অক্টোবর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আটোয়ারী উপজেলা দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার(০১ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছোটদাপ পাকা সড়কে বন্যায় ক্ষতিগ্রস্থ সড়কের মেরামত কাজ দিয়ে গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষন মাসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। এসময় উপজেলা প্রকৌশলী মোঃ জাকিউল আলম, সহকারী প্রকৌশলী আজমল হক খান ও কামরুজ্জামান, উপজেলা প্রকৌশল দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ, সুধিজন সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রকৌশলী জানান, বার্ষিক রক্ষনাবেক্ষন প্রকল্পের আওতায় মোবাইল মেইনটেন্যান্স টিম দ্বারা বন্যায় ক্ষতিগ্রস্থ গ্রামীণ সড়কগুলো সংস্কার কাজের উদ্বোধন করা হলো। উপজেলার সকল ক্ষতিগ্রস্থ সড়ক এমাসেই পর্যায়ক্রমে মেরামত করা হবে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ‘গ্রাম হবে শহর’। তাই অপেক্ষা করুন,গ্রামের কোন সড়ক কাচা থাকবেনা। বর্তমানেও আটোয়ারীতে বেশকিছু গ্রামীণ কাচা সড়ক পাকা করনের কাজ চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *