
নিজস্ব প্রতিবেদক : সারা বিশ্বে আজ এই বিশ্ব খাদ্য দিবসটি ১৬ অক্টোবর হিসেবে পালিত হবে। এ সময় কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এর যৌথ উদ্যোগের আয়োজনে বিশ্বের অন্যান্য সকল দেশের মতোই বাংলাদেশে দিবসটি পালিত হবে । উক্ত দিবসটিতে এসময়ের প্রেক্ষাপটের প্রতিপাদটি ‘সকলকে নিয়েই একসাথে বিকশিত হোন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন। আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ’।
গতকাল ১৫ অক্টোবরে মন্ত্রণালয়ের সম্মেলনের একটি কক্ষে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী এ কথাটি জানালেন ।
উক্ত সংবাদ সম্মেলনে বলা হয়েছে, দেশের বৃহত্তর জনগােষ্ঠীকে অবহিতকরণের জন্য মােবাইলে সচেতনতামূলক খুদে বার্তা পাঠানো, জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, বিশ্ব খাদ্য দিবস ২০২০ প্রতিপাদ্য তাৎপর্য পােস্টার/বিলবাের্ড/ভিডিও/মেসেজ/ডকুমেন্টেশন প্রচার, ‘কৃষিকথা’ ম্যাগাজিনের বিশেষ সংখ্যা প্রকাশ, জেলা ও উপজেলা পর্যায়ে যথাযথভাবে দিবসটি উদযাপনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তাছাড়া বিশ্ব খাদ্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠানের পর দুপুর আড়াইটায় প্যান প্যাসিফিক সােনারগাঁও হােটেলে একটি কারিগরি সেশন অনুষ্ঠিত হবে। এখানে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব, খাদ্য সচিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।