
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে মৌসুমী বায়ুতে অনেকটা সক্রিয় এমনকি উত্তর বঙ্গোপসাগর দুর্বল অবস্থায় । এতে স্বাভাবিক বস্থায় দেশে বৃষ্টির পরিমাণ অকেটা কম। তবে তাপমাত্রাটি অনেকটা বেশী। গতকালকে ৩ সেপ্টেম্বরে সবচেয়ে তাপমাত্রার রেকর্ড রাজশাহী : ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতরের তথ্যঅনুযায়ী, আজকে দেশের তাপমাত্রাটি ফের বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে ।
দেশে বৃষ্টি কমার ফলে আজ ৪ সেপ্টেম্বর গতকালের ন্যায় দুপুর ১টা পর্যন্ত দেশের সকল নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই বললই চলে । কোনো হুশিয়ারি সংকেত দেখা দিবে না । জানায় আবহাওয়া অফিস।